• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাজ্যে ছুটির জন্য শরীরে চিকেনপক্সের ক্ষত তৈরি ছয় বছরের শিশুর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ এপ্রিল ২০১৯, ২৩:৫৬
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল

যুক্তরাজ্যে ছুটির জন্য একটি লাল রঙের পার্মানেন্ট শার্পি কলমের নিজের শরীরে চিকেনপক্সের ক্ষত তৈরি করার মতো ঘটনা ঘটিয়েছে লিলি নামের এক শিশু।

কিছু বন্ধুকে অসুস্থতার জন্য ছুটি নেয়ার বিষয়টি খেয়াল করার পর এই ছয় বছর বয়সী কন্যাশিশুর মাথায় এমন চিন্তাভাবনা আসে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডেইলি মেইল।

গত ৫ এপ্রিল গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, লিলি ইংল্যান্ডের কর্নওয়ালের সেইন্ট অস্টেল শহরে বসবাসকারী ডেভিড এবং শার্লোট স্কুলির মেয়ে।

স্কুলি বলেন, ঘটনার পরের দিন একটা বানান পরীক্ষা ছিল লিলির। কিন্তু সে এই পরীক্ষায় উপস্থিত হতে চাচ্ছিল না। তাই সে স্কুলে না যাওয়ার কারণ খুঁজছিল।

তিনি বলেন, লিলি আমার কাছে এসে বলে যে তার একটা লাল রঙের কলম প্রয়োজন হোমওয়ার্ক করার জন্য। কলম দেয়ার ১০ মিনিট পর সে আমার কাছে আসে।

দুই সন্তানের মা স্কুলি বলেন, এই সময়ে লিলি তার শরীরে দাগ ক্ষত আঁকাচ্ছিল। সে আমার কাছে এসে তার অসুস্থতার কথা জানায়। সে বলে তার শরীরে ক্ষত দেখা দিয়েছে।

তিনি বলেন, আমরা আলো জ্বালিয়ে ক্ষত দেখতে চাইলে সে তার হাত-পা কাপড় দিয়ে ঢেকে ফেলে। আমি ও আমার স্বামী যে তার চালাকি ধরতে পেরেছি, তা তাকে বুঝতে দিইনি প্রথমে।

এই ৩৪ বছর বয়সী মা বলেন, আমি তার কাছে বিষয়টা জানতে চাই। সে চিকেনপক্সে আক্রান্ত হয়েছে এবং স্কুলে যেতে পারবে না বলে জানায়।

তিনি বলেন, আমরা যখন বললাম মাত্র ১০ মিনিটে তুমি চিকেনপক্সে আক্রান্ত হয়ে গেছে, তখন সে সেখান থেকে দ্রুত সরে পড়ে। এর পূর্বমুহূর্ত পর্যন্ত সে তার অসুস্থতার বিষয়ে খুব সিরিয়াস ছিল।

লিলির মা জানান, ঘটনার দিন বডি ওয়াশ, সাবান, বেলি ওয়েল এবং হেয়ারস্প্রের সাহায্যেও তার শরীরের দাগ মোছা সম্ভব হয়নি। চার দিন পর সেগুলো লুকায়।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
‘যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চেয়েও বেশি খাবার নষ্ট করে বাংলাদেশিরা’
X
Fresh