• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কিমের নজরদারিতে চালানো হলো কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ এপ্রিল ২০১৯, ১৫:৪৩
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজরদারিতে দেশটিতে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এ খবর দিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ। খবর পার্সটুডের।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি হ্যানয়ে কিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ সম্মেলনের পর এই প্রথম প্রকাশ্য অস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়ে কিমের নজরদারিকে খবরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হলেও গাইডেড ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেয়া হয়নি। ক্ষেপণাস্ত্র সম্পর্কে খবরে বলা হয়েছে, দিকনির্দেশনা ব্যবস্থার ক্ষেত্রে এ ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্য রয়েছে। এছাড়া, এর রয়েছে অত্যন্ত শক্তিশালী বোমা বা ওয়ারহেড।

এটি স্বল্পপাল্লার হবে বলে ধারণা ব্যক্ত করে রয়টার্সের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক নয় বরং নিজ সীমানার কাছাকাছি যুদ্ধে ব্যবহারের জন্য হয়তো এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে পিয়ংইয়ং।

ডি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh