• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আজারবাইজানে তিন বছরের শিশুর কুরআনের ৩৭টি সুরা মুখস্থ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ এপ্রিল ২০১৯, ২০:০৯

আজারবাইজানের তিন বছরের শিশু জাহরা হুসেইন দেশটির সর্বকনিষ্ঠ পবিত্র কুরআন মুখস্থকারী।

কোনও শিক্ষক নয়, নিজের মায়ের কাছ থেকেই সে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের ৩৭টি সুরা মুখস্থ করেছে ফেলেছে।

দেশটির জেজারজেবার(Xezerxeber) ওয়েবসাইটের বরাত দিয়ে এসব কথা জানায় ইরানের সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি।

জাহরার মা জানান, গর্ভাবস্থায় তিনি কুরআন পড়তেন এবং কেউ পড়লে শুনতেন।

তিনি বলেন, জাহরা জন্মানোর পর তাকে ঘুম পাড়ানোর জন্য ঘুমপাড়ানি গানের পরিবর্তে আমি ছোট ছোট সুরা শোনাতাম।

তিনি আরও বলেন, আমার মেয়ের বয়স যখন এক বছর, তখনই সে ইখলাস, নাস ও ফালাকের মতো ছোট ছোট সুরা মুখস্থ করে ফেলে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোরআন পড়ে মুগ্ধ হয়ে যা জানালেন উইল স্মিথ
কাবা শরীফের ইমাম হতে চান বিশ্বজয়ী হাফেজ বশির
বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ
জার্মানির চ্যান্সেলর ও আজারবাইজান প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
X
Fresh