• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভেনেজুয়েলায় হস্তক্ষেপের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ এপ্রিল ২০১৯, ১২:৫১
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং

ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, লাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘অবমাননাকর, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন।’ বেইজিং তা প্রত্যাখ্যান করছে।

চীনের এই কর্মকর্তা বলেন, যু্ক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকাকে নিজের বাড়ির পেছনের উঠান হিসেবে ব্যবহার করেছে। এ অঞ্চলের বহু দেশের সরকার উৎখাত করেছে যুক্তরাষ্ট্র এবং এখনও প্রতিনিয়ত এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

লু ক্যাং বলেন, লাতিন আমেরিকার দেশগুলো এখন এ কথা উপলব্ধি করতে শুরু করেছে যে, কে তাদের প্রকৃত বন্ধু।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি লাতিন আমেরিকার তিন দেশ চিলি, প্যারাগুয়ে ও পেরু সফর করেন। ওই সফরে তিনি অভিযোগ করে বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আর্থিক সহযোগিতা দিচ্ছে চীন। এর মাধ্যমে চীন ওই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনা অর্থনৈতিক হস্তক্ষেপে ভেনেজুয়েলা ধ্বংস হয়ে যাচ্ছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
X
Fresh