• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিজেপি ১৬০ আসনও পাবে না: সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ এপ্রিল ২০১৯, ১৭:২৮
ছবি: ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন

ভারতে চলমান লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৬০টি আসনও পাবে না বলে উঠে এসেছে একটি সমীক্ষায়।

রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, নয়াদিল্লিতে বিজেপি ইনসাইডার নামে একটি টুইটার হ্যান্ডেলের এক টুইটে এই তথ্য জানানো হয়েছে।

এই টুইটে দাবি করা হয়, একটি সমীক্ষা অনুসারে বিজেপি সারাদেশে ১৫০ থেকে ১৬০টি আসনে জয়লাভ করবে। আর বিজেপির পক্ষেই সমীক্ষাটি করা হয়েছে।

এই টুইটার হ্যান্ডেল যে সমীক্ষার দাবি করছে, তা সত্যি কিনা তা জানার উপায় নেই। তবে বিজেপির সঙ্গে এর ভালো যোগাযোগ আছে বলে শোনা যায়।

এর আগে একাধিকবার বিজেপি সংক্রান্ত খবর আগে থেকেই জানায় এই টুইটার হ্যান্ডেল। বিরোধীদের দাবি, এই সমীক্ষার দাবি সত্যি হতে চলেছে।

এদিকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে দাবি করছেন বিজেপি সারাদেশে ১৫০টির বেশি আসন পাবে না।

প্রথম দফার ভোটে বিজেপির অবস্থান খুব একটা ভালো নয় বলেই শোনা যাচ্ছে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপি নেতারা নাকি আফসোস করছেন।

তাদের মতে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মোহাম্মদের এবং পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার যতটা প্রভাব ভোট বাক্সে পড়ার কথা ছিল, ঠিক ততটা পড়ছে না।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh