• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ এপ্রিল ২০১৯, ১৪:২৯
ছবি: সংগৃহীত

নেপালের এভারেস্ট অঞ্চলের একমাত্র বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় পার্ক করে রাখা একটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খেলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বেসামরিক বিমান কর্তৃপক্ষের কর্মকর্তা রাজ কুমার ছেত্রি বলেছেন, বিমান সংস্থা সামিট এয়ারে ওই বিমানটি লুকলা থেকে কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ওই বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে মানাং এয়ারের ওই হেলিকপ্টারটিকে ধাক্কা দেয়।

উভয় বেসরকারি বিমান সংস্থাই দেশের দূরবর্তী এলাকায় পর্যটকদের এবং নেপালিদের বহন করে থাকে।

নেপাল পুলিশের মুখপাত্র উত্তম রাজ সুবেদি জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে কাঠমান্ডু পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং এয়ারপোর্টে যাতে আগুন না লাগে সে চেষ্টা করে যাচ্ছে।

নিহতরা মধ্যে ওই বিমানের পাইলট এবং পার্ক করা হেলিকপ্টারের কাছে অপেক্ষমাণ দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

একজন বেসামরিক প্রশাসক নরেন্দ্র কুমার লামা জানান, বিমানের চার যাত্রী ও একজন ক্রু নিরাপদে আছেন।

ওই দুর্ঘটনার পর লুকলার তেনজিং হিলারি বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করেছে সেখানকার কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি হতে পারে এপ্রিলে
X
Fresh