• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘এইডস আছে’ শুনে পালালেন ধর্ষণে উদ্যত এক ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ এপ্রিল ২০১৯, ২১:৪৮
প্রতীকী ছবি

ভারতের মহারাষ্ট্র রাজ্যের অওরঙ্গবাদ শহরের এক নারী ধর্ষণ থেকে বাঁচতে নিজেকে এইচআইভি পজিটিভ বলে দাবি করেছিলেন।

তার ‘এইডস আছে’ শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত কিশোরবিলাস আভহাদ। এইডসে আক্রান্ত হওয়ার ভয়ে ধর্ষণ না করলেও পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে একথা জানায় ভারতীয় গণমাধ্যম এই সময়। এতে বলা হয়, গত ২৫ মার্চ অওরঙ্গবাদের রাজনগরে এই ২৯ বছরের বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করে কিশোরবিলাস।

প্রতিবেদনটিতে বলা হয়, এদিন নিজের সাত বছরের মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বাজারে আসেন এই নারী। বাজার থেকে ফেরার সময় দেখেন তার কাছে মাত্র ১০ টাকা আছে। এই টাকায় অটো ভাড়া না হওয়ায় লিফটের জন্য চেষ্টা করেন তিনি।

এতে বলা হয়, পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন কিশোরবিলাস। তিনি মা ও মেয়েকে তাদের বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব দেন। রাস্তার মাঝে নির্জন এলাকায় ধারালো অস্ত্র দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করেন কিশোরবিলাস।

উপস্থিত বুদ্ধির আশ্রয় নিয়ে নিজেকে বাঁচাতে এই নারী জানান তার এইডস আছে। এই কথা শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত ব্যক্তি। ভুক্তভোগী ওই বিধবা বাড়ি ফিরে পুলিশের কাছে এই ঘটনা জানান বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh