• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মানুষের বেঁচে থাকতে কফির প্রয়োজন নেই: সুইস সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ এপ্রিল ২০১৯, ১৭:১৬
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

মানুষের বেঁচে থাকার জন্য কফির প্রয়োজন নেই বলে ঘোষণা দেয়ার পর সুইজারল্যান্ডের সরকার দেশটিতে কফির জরুরিভিত্তিতে সংরক্ষণ বন্ধ করতে চাচ্ছে।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

কফির ঘাটতি দেখা দিতে পারে বলে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি জরুরিভিত্তিতে কফি সংরক্ষণ শুরু করে সুইজারল্যান্ড।

যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা মহামারীর কারণে এটার সংরক্ষণ অব্যাহত ছিল পরবর্তী দশকগুলোতেও।

আগামী ২০২২ সালের মধ্যে কফি সংরক্ষণের অবসান ঘটাতে চায় সুইস সরকার কিন্তু এতে বাধ সাধছে বিরোধী দল।

বর্তমানে দেশটিতে ১৫ হাজার ৩০০ টন কফি সংরক্ষিত আছে। এতে দেশটির জনগণের তিন মাসের চাহিদা পূরণ হবে।

দেশটির সরকারের মতে মানুষের জন্য কফিতে প্রয়োজনীয় কিছু নেই। তাই এটি জরুরিভিত্তিতে সংরক্ষণ করার প্রয়োজন নেই।

ফেডারেল অফিস ফর ন্যাশনাল ইকোনোমিক সাপ্লাই বলছে, কফিতে কোনও ক্যালোরি নেই। এছাড়া শরীরের পুষ্টিবিধানে এর কোনও অবদান নেই।

জনমত যাচাইয়ের জন্য সুইস সরকারের পরিকল্পনাটি এখন প্রকাশ করা হয়েছে। তবে নভেম্বরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আশা করা হচ্ছে। কিন্তু সবাই এতে সন্তুষ্ট না।

সুইজারল্যান্ডের খাদ্য সংরক্ষণ তদারককারী সংস্থা রিজার্ভসুইস বলছে, ১২ থেকে ১৫টি কোম্পানি এখনও কফি সংরক্ষণ করতে চাচ্ছে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
ইধিকার মন্তব্যের জবাব দিলেন কোর্টনি
কফির দোকান থেকে বেইলি রোডের আগুনের সূত্রপাত
ঐশ্বরিয়াকে প্লাস্টিক বলার প্রসঙ্গে মুখ খুললেন ইমরান
X
Fresh