• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সন্ত্রাসীদের পরাজিত করায় আইআরজিসি-কে সন্ত্রাসী বলেছে যুক্তরাষ্ট্র: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ এপ্রিল ২০১৯, ২৩:৩৪

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা রাখার কারণে তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এসময় প্রেসিডেন্ট রুহানি আইআরজিসি-কে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অগ্রগামী বাহিনী বলে উল্লেখ করেন।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, শত্রুরা মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং তারা জানে তাদের এই পরাজয়ের পেছনে আইআরজিসি মূল ভূমিকা পালন করেছে। এ কারণে যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত হয়ে এই জ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার আইআরজিসি-কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ বলে বিবৃতি প্রকাশ করেন। পরদিন মঙ্গলবার আইআরজিসি’র প্রতি সমর্থন জানাতে দেশটির সব সংসদ সদস্য ওই বাহিনীর পোশাক পরে সংসদ অধিবেশনে যোগ দেন।

ট্রাম্পের ঘোষণা সম্পর্কে ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তি ও আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত এই চটুল পদক্ষেপ নিয়েছেন। কিন্তু মার্কিন প্রশাসনের জানা উচিত যে, তারাই এ অঞ্চলে সন্ত্রাসবাদ, নির্যাতন এবং নিষ্ঠুরতার উৎস।

ডি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে : রিজভী
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
X
Fresh