• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে মাওবাদীদের হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০১৯, ১৯:২৮

নির্বাচনের দুদিন আগে ছত্তীসগড়ে বড় ধরনের হামলা চালিয়েছে মাওবাদীরা। অঞ্চলটির দন্তেওয়াড়ায় মাওবাদীদের এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, নিহত পাঁচজনের মধ্যে বিজেপি সংসদ সদস্য ভীমা মাণ্ডভি রয়েছেন। এছাড়া মাণ্ডভি এবং তার গাড়ি বহরের নিরাপত্তায় থাকা আরও চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে। হামলার পর থেকেই অঞ্চলটিতে গোলাগুলি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন বিজেপি সাংসদ ভীমা মাণ্ডভি। ওই সময় কুয়াকোন্টা ও সিয়ামগিরির মাঝে তার গাড়ি বহরে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

এদিকে পুলিশ-প্রশাসন সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, হামলায় বিজেপি সাংসদ ভীমা মাণ্ডভি এবং তার গাড়ি বহরে থাকা চার নিরাপত্তা কর্মী ঘটনাস্থলেই মারা যান। হামলার ছবি দেখে বিশেষজ্ঞরা বলছে, গাড়ি বহরে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
X
Fresh