logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২০, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৪১ জন শনাক্ত, মৃত্যু ২২ জন, সুস্থ হয়েছেন ৩৪৬ জন, ৪৮টি ল্যাবে ৮০১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

আফগানিস্তানে তালেবান হামলায় ৩ মার্কিন সেনাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
|  ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৫
আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা
আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের হামলায় অন্তত তিনজন মার্কিন সেনা ও  একজন ঠিকাদার নিহত হয়েছে। দেশটির বাগরাম ঘাঁটির কাছে মার্কিন সেনাদের গাড়িবহর লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় আঘাতে ওই তিন সেনা মারা যায়।

গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগান সামরিক বাহিনী। তারা জানিয়েছে, বোমা বিস্ফোরণে তিন মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও তিনজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবনা। তারা বলছে, এটা ছিল আত্মঘাতী গাড়ি হামলা। তালেবান জানিয়েছে, তাদের একজন হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে এ হামলা চালায়।

বাগরাম ঘাঁটি হচ্ছে আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। এটা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত। 

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে তখন এ হামলার ঘটনা ঘটলো। চলতি বছরে আফগানিস্তানে এ পর্যন্ত সাত মার্কিন সেনা নিহত হয়েছে। গত বছর মারা গিয়েছিল অন্তত  ১৩ জন মার্কিন সেনা।

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৮২৯২ ৭৯২৫ ৫৪৪
বিশ্ব ৫৭৮৮৯২৮ ২৪৯৭৯৫৩ ৩৫৭৪২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়