• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মজা করে ৫ হাজার নবজাতককে অদল-বদল করেছি: জাম্বিয়ান নার্স

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০১৯, ১৯:৪১

হাসপাতালে রোগীদের বন্ধু হিসেবে থাকেন নার্সরা। এদের কাছেই নিজেদের নিরাপদ এবং সুরক্ষিত মনে করেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষজন।

তবে কিছু নার্স ব্যতিক্রমও রয়েছে। তারা রোগীদের কাছে ‘দৈত্য’ হিসেবেও পরিচিতি পান। তেমনই একজন নার্স হলেন জাম্বিয়ার এলিজাবেথ মুয়াওয়া।

এলিজাবেথ ৫ হাজার নবজাতককে অদল-বদল করেছেন। অর্থাৎ একজনের শিশুকে অন্যজনের কাছে দিয়েছেন তিনি। কোনও বিশেষ কারণে নয়, শুধু মজা করেই এমনটি করেছেন এলিজাবেথ।

এ সম্পর্কে জাম্বিয়ান এই নার্স বলেন, একটি মাতৃসদনে কাজ করার সময় আমি প্রায় ৫ হাজার নবজাতককে অদল-বদল করেছি। আমি এটাতে খুব মজা পেতাম।

মাইক্রোসফটের ওয়েব পোর্টাল এমএসএনের এক প্রতিবেদনে বলা হয়, জাম্বিয়ার দ্য ইউনিভার্সিটি টিচিং হসপিটালে চাকরি করতেন এলিজাবেথ। সেখানে ১২ বছর সেবা দিয়েছেন তিনি। এর মধ্যেই অদল-বদল করেছেন প্রায় ৫ হাজার নবজাতককে।

বর্তমানে এলিজাবেথ খুবই অসুস্থ। তিনি ক্যানসারে ভুগছেন। এ অবস্থায় তার কাজের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, আমি এখন খুবই অসুস্থ। জানি, দ্রুতই মারা যাবো। আমি আমার কাজের জন্য অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে শিশুর যত্নে যা করবেন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
X
Fresh