• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩২ বার হেরে ৮৪ বছর বয়সে আবারও ভারতের প্রধানমন্ত্রী প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০১৯, ১৭:২২
ছবি: সংগৃহীত

৩২ বার হেরে এবারও ভারতের প্রধানমন্ত্রী প্রার্থী হয়েছেন ড. শ্যাম বাবু সুবুধি নামের এক ব্যক্তি। তার বয়স এখন ৮৪ বছর। তারপরও পিছিয়ে আসেননি। নিজের স্বপ্ন পূরণে ৩৩ বারের মতো প্রার্থী হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম কলকাতা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শ্যাম বাবু সুবুধি উড়িষ্যার বাসিন্দা। সেখানকার আসকা ও বেরহামপুর আসন থেকে এবার লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শ্যাম বাবুর নির্বাচনী প্রতীক 'ক্রিকেট ব্যাট' যার ওপরে লেখা 'প্রধানমন্ত্রী প্রার্থী'। তিনি নাকি একাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের পক্ষে ভোট চাইছেন। তার মূল লক্ষ্য হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা।

শ্যামবাবু ১৯৬২ সাল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন নির্বাচনে লড়ছেন। কিন্তু কোনোবারই জিততে পারেননি। এবার নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে শ্যাম বাবু বলেন, ‘হার-জিত পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব।’

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
X
Fresh