• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্রুনাইয়ে শরিয়া আইন চালু করা সুলতানের বিরুদ্ধে যৌনদাসী রাখার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০১৯, ২১:৪৩
ব্রুনাইয়ে শরিয়া আইন চালু করা সুলতানের ছোট ভাই জেফরি বলকিয়াহ

সম্প্রতি ব্রুনাইয়ে শরিয়া আইন চালু করা সুলতান হাসানাল বলকিয়াহর বিরুদ্ধে যৌনদাসী রাখার অভিযোগ উঠেছে। তিনি নাকি এসব যৌনদাসীর পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, ব্রুনাইয়ের সুলতান বলকিয়াহর সহায়তায় তার ছোট ভাই জেফরি বলকিয়াহ ‘হেরেম’ প্রতিষ্ঠা করেছেন। এই হেরেমে সব মিলিয়ে ৪০ জন সুন্দরী নারী আছেন যারা জেফরির যৌনদাসী হিসেবে কাজ করেন।

এসব যৌনদাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয়। এমনকি যুক্তরাষ্ট্র থেকেও তার জন্য যৌনদাসী আনা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। যুক্তরাষ্ট্র থেকে আনা তেমনই একজন যৌনদাসী হলেন জিলিয়ান।

হেরেমে থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জিলিয়ান বলেন, আপনি কল্পনাও করতে পারবেন না ওই যুবরাজ (জেফরি) কতোটা কামুক। হেরেমে সবসময় সে আমাকে ওজন কম রাখার নির্দেশ দিতো।

ব্রুনাইয়ে গত সপ্তাহে শরিয়া আইন চালু করা হয়েছে। ধর্ষণ, ব্যাভিচার, সমকামিতা, ডাকাতি এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অপমান বা অবমাননার জন্য মৃত্যুর বিধান রেখে গত বুধবার এই আইন চালু করে দেশটি। এরপরই শরিয়া আইন চালু করা সুলতানের সমালোচনা শুরু হয়।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে সুলতান আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন   
নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শুরু
প্রার্থী যতই প্রভাবশালী হোক কোনো ছাড় নয় : ইসি রাশেদা
১৫ এপ্রিল নড়াইলে শুরু হবে ‘সুলতান মেলা’
X
Fresh