• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘূর্ণিঝড়ের সময় গাছেই সন্তান প্রসব করলেন মোজাম্বিকের নারী

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৯, ১০:১৩
আমেলিয়া ও তার সন্তান সারা

মোজাম্বিকে সম্প্রতি সাইক্লোন ইদাই আঘাত হানার পর বন্যা থেকে বাঁচতে এক সন্তানসম্ভবা নারী একটি আম গাছে আশ্রয় নিয়েছিলেন। আমেলিয়া নামের ওই নারীর সঙ্গে কেবল তার দুই বছরের ছেলে ছিল। এমন অবস্থায় তার প্রসব বেদনা উঠলে আমেলিয়া ওই আম গাছেই সারা নামে এক কন্যা সন্তানের জন্ম দেন।

ওই ঘটনার দুইদিন পর আমেলিয়ার প্রতিবেশীরা তার দুই সন্তানসহ তাকে উদ্ধার করে।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফকে আমেলিয়া বলেন, আমি আমার দুই বছরের ছেলেকে নিয়ে বাসায় ছিলাম। হঠাৎ করেই ঘরের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করে। তখন আমি উপায়ন্তর না দেখে একটি গাছে উঠে পড়ি, এসময় আমার সঙ্গে শুধু আমার ছেলে ছিল।

আমেলিয়া ও দুই সন্তানসহ তারা এখন নিকটবর্তী ডোম্বে এলাকায় একটি অস্থায়ী কেন্দ্রে অবস্থান করছেন এবং মা ও সদ্য জন্ম নেয়া সন্তান সুস্থ আছে।

মোজাম্বিকে এর আগে প্রায় ২০ বছর আগে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। ওইসময় দক্ষিণাঞ্চলীয় মোজাম্বিকে বন্যায় সময়ে একজন সন্তানসম্ভবা নারী গাছে আশ্রয় নেয়ার পর রোজিটা মাবুইয়ানগো নামের এক কন্যা সন্তানের জন্ম দেন।

রোজিটার বয়স এখন ১৯ বছর। তাকে জন্ম দেয়ার পর মা ও মেয়েকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রোজিটার মা সোফিয়া বলেন, তখন সন্তান প্রসব ‘খুব, খুব বেদনাদায়ক’ ছিল।

তিনি বলেন, আমি কান্না করছিলাম, চিৎকার করছিলাম। কখনও মনে হচ্ছিল সন্তান বের হচ্ছে, কিন্তু আবার মনে হচ্ছিল আমি ক্ষুধার্ত বলে এমন অনুভূতি হচ্ছে।

সোফিয়া আরও বলেন, ওই বন্যায় অনেক লোক অনেক কিছু হারিয়েছে, কিন্তু আমি পেয়েছি।

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিতে মোজাম্বিকে সাইক্লোন ইদাইয়ের আঘাতে ৭০০-র বেশি মানুষের মৃত্যু হয়।

এ /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সৌদি নারী রুমি
চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মা
X
Fresh