• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পকে ‘অত্যাচারী’ বর্ণনা করে বিপাকে ম্যারাডোনা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ এপ্রিল ২০১৯, ১২:৫৮

মেক্সিকান লীগে গত সপ্তাহে একটি ম্যাচের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করার ঘটনায় ফুটবল লিজেন্ড ম্যারাডোনার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অত্যাচারী’ হিসেবে বর্ণনা করে বিপদে পড়তে চলেছেন স্পষ্টভাষী এই আর্জেন্টাইন ও কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর বন্ধু ম্যারোডোনা।

গত রোববার তার দল দোরাদেস দে সিনালোয়া আরেক দল তামপিকো মাদেরোকে হারানোর পর ম্যারাডোনা এই মন্তব্য করেন।

মেক্সিকোর ফুটবল লীগের নিয়মানুযায়ী, কোনও মেক্সিকান ম্যানেজার ম্যাচের সময় কোনও রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের দলের বিজয়কে ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি উৎসর্গ করেন ম্যারাডোনা। তিনি বলেন, এই জয় আমি নিকোলাস মাদুরোকে উৎসর্গ করতে চাই; কারণ মার্কিনিরা বিশ্ব পুলিশ এবং তারা মনে তারা আমাদের গুড়িয়ে দিতে পারে কারণ তাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় বোমা রয়েছে।

আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী দলের সাবেক অধিনায়ক ম্যারাডোনা আরও বলেন, না, তাদের (মার্কিনি) অত্যাচারী প্রেসিডেন্ট আমাদের কিনতে পারবে না।

নিজের বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্পকে পুতুল হিসেবে বর্ণনা করেছেন ম্যারাডোনা।

মেক্সিকান ফুটবল ফেডারেশনের একজন মুখপাত্র ম্যারাডোনার বিরুদ্ধে তদন্ত চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফেডারেশনের নীতি ভঙ্গের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানার পাশাপাশি ব্যবসা বন্ধ ট্রাম্পের
ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা, জানালেন ফিফা সভাপতি
চতুর্থবারের মতো নোবেলের মনোনয়ন পেতে যাচ্ছেন ট্রাম্প
X
Fresh