• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেনিয়ার বিমানবন্দরে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০১৯, ১৮:৫৬
ছবি: কেনিয়ার গণমাধ্যম ক্যাপিটাল এফএম কেনিয়া

কেনিয়ার জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (জেকেআইএ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরটির টার্মিনাল 1সি এর সেবা কার্যক্রম কিছু সময়ের জন্য বিঘ্নিত হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ক্যাপিটাল এফএম কেনিয়া।

জানা গেছে, টার্মিনাল 1সি এর ব্যাগেজ হলের একটি কনভেয়র বেল্ট থেকে আগুনের সূত্রপাত হয় কিন্তু পুলিশের দাবি দ্রুতই এই আগুন নেভানো হয়।

অগ্নিকাণ্ডের পর টার্মিনালটি সাময়িকভাবে বন্ধ করে দিয়ে এর কার্যক্রম টার্মিনাল 1বি-তে নিয়ে যাওয়া হয়।

কেনিয়া এয়ারপোর্ট অথরিটির একটি বিবৃতিতে বলা হয়, গত রাতে পৌনে ১২টার দিকে জেকেআইএ’র টার্মিনাল 1সি-তে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে বলা হয়, টার্মিনাল 1সি থেকে সব যাত্রী এবং কর্মীকে দ্রুত সরিয়ে নেয়া হয়। সার্বিক পরিস্থিতি এয়ারপোর্টের ফায়ার রেসপন্স টিমের নিয়ন্ত্রণে ছিল। এই ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।

কর্তৃপক্ষ সব যাত্রী, বিমানবন্দর ব্যবহারকারী এবং সাধারণ মানুষকে নিশ্চয়তা প্রদান করে জানায়, তারা যত দ্রুত সম্ভব টার্মিনালটিকে সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পাবনায় কসমেটিকসের গুদামে আগুন
X
Fresh