• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পদত্যাগের ঘোষণা আলজেরিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০১৯, ২৩:৪৯
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

আগামী ২৮ এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলআজিজ বুতেফলিকা।

সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে একথা জানায় যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

এপিএস নিউজ এজেন্সির মতে, ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্ট পদত্যাগের আগে ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতা’ নিশ্চিত করবেন।

দেশটিতে এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারা ৮২ বছর বয়সী এই প্রেসিডেন্টের পদত্যাগের দাবি করার পর এই ঘোষণা এলো।

এর ফলে বুতেফলিকার পঞ্চমবারের মতো পুনর্নির্বাচিত হওয়ার পরিকল্পনা ভেস্তে গেল। দেশটির সরকার নির্বাচন স্থগিত করেছে এবং একটি জাতীয় সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।

কিছুদিন আগে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আহমেদ গায়েদ সালাহ অসুস্থ প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এরপর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়টিও নিজের অধীনে নেন বুতেফলিকা।

এর আগে গত মাসে দেশটির মন্ত্রিপরিষদের ব্যাপক রদবদলের ঘোষণা দেন বুতেফলিকা। বুতেফলিকা ২০১৩ সালে স্ট্রোক করার পর তাকে জনসম্মুখে খুব কমই দেখা গেছে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে না ইউপি চেয়ারম্যানদের 
পদত্যাগের হুমকি দিলেন এমপি ওদুদ
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল
X
Fresh