• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নরওয়েতে আটকে পড়া প্রমোদতরীর আরোহীরা নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মার্চ ২০১৯, ১৯:৫৩

নরওয়ের পশ্চিম উপকূলে আটকে পড়া বিলাসবহুল প্রমোদতরীর আরোহীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রমোদতরীটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এটা নিরাপদে মোল্ডি বন্দরে পৌঁছেছে।

শনিবার ঝড়ের কবলে পড়ার পর ইঞ্জিন বিকল হয়ে গেলে প্রমোদতরীটি থেকে ৪৭৯ জনকে সরিয়ে নেয় উদ্ধারকারীরা। এতে সব মিলিয়ে ১ হাজার ৩০০ আরোহী ছিল। রোববার এর ইঞ্জিন ঠিক হলে মোল্ডি বন্দরের উদ্দেশে রওনা দেয়।

---------------------------------------
আরো পড়ুন: ভারত সীমান্তে পাকিস্তানের ড্রোন বহর-ক্ষেপণাস্ত্র মোতায়েন
---------------------------------------

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, শনিবার ঝড়ের কবলে পড়ে ‘ভাইকিং স্কাই’ নামের বিলাসবহুল প্রমোদতরীটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এসময় সমুদ্রের উত্তাল ঢেউয়ে এটা কাত হয়ে গেলে ২০ জনের মতো আরোহী আহত হন।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নরওয়ের সমুদ্র উদ্ধার সংস্থা জানিয়েছে, উঁচু ঢেউ ও প্রবল বাতাসের মধ্যে বিকল হয়ে পড়া এমভি ভাইকিং স্কাই থেকে বিপদের বার্তা পাঠানো হয়েছে। পাঁচটি হেলিকপ্টার ও কয়েকটি জাহাজ উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

এর মধ্যে সাগরের ওই এলাকায় হাগল্যান্ড ক্যাপ্টেন নামের একটি মালবাহী জাহাজও বিকল হয়ে পড়েছে এবং জাহাজটির ক্রুদের উদ্ধারে ওই পাঁচটির মধ্যে দুটি হেলিকপ্টার সেদিকে পাঠানো হয়েছে বলে জানায় সংস্থাটি।

আরো পড়ুন:

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে কুকুর-বিড়ালের বিলাসবহুল হোটেল!
বিলাসবহুল গাড়ি আর প্লেনেও ব্যবহার হয় বাংলাদেশের পাট
সাগরে ভাসল সবচেয়ে বড় প্রমোদতরী
চুরির দায় স্বীকার করে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
X
Fresh