• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইরাকে ফেরিডুবিতে ১২ শিশুসহ নিহত ৯২

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ মার্চ ২০১৯, ০৮:৫৮

ইরাকের মসুলের কাছে টাইগ্রিস নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় ১২ শিশুসহ কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ফার্সি নববর্ষ নওরোজ ও মা দিবস উদযাপনের সময় এই ঘটনা ঘটেছে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর বলেছেন, নিহতদের মধ্যে অন্তত ১২ জন শিশু রয়েছে।

মসুলের মেয়র জুহেইর আল-আরাজি বলেন, ওই ফেরিতে প্রায় ১৫০ জন লোক ছিলেন। তাদের মধ্যে এখনও ৬০ জন নিখোঁজ রয়েছেন।

খবরে বলা হয়েছে, ওই ফেরিতে করে আরোহীরা উম্ম আল-রাবিইন নামের একটি ছোট পর্যটক দ্বীপে যাচ্ছিলেন।

ওই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একজন ওমতির তাজউদ্দিন বলেন, আমার পরিবার খুব আনন্দ করছিল এবং নওরোজ উদযাপনের জন্য খাবার প্রস্তুত করছিল। ফেরিডুবির ঘটনায় তাজউদ্দিনের মায়ের মৃত্যু হয়েছে।

তাজউদ্দিন ক্ষোভ ছেড়ে বলেন, মা দিবসেই আমার মায়ের মৃত্যু হলো এটা কী মেনে নেয়া যায়? সে ইসলামিক স্টেটের হাত থেকে প্রাণে বেঁচে গেছেন; অথচ তীর থেকে একশ মিটার দূরবর্তী উম্ম আল-রাবিইন দ্বীপে যেতে গিয়ে ফেরিডুবিতে মারা গেলেন। আমাদের জীবনের কোনও মূল্য নেই।

ইরাকের পানি সম্পদ বিভাগের একজন কর্মকর্তা দুরেইদ হিকমত তোবইয়া বলেছেন, নদীতে পানি বৃদ্ধির কারণে মাঝপথেই ডুবে যায় ফেরিটি।

এদিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম আল ইরাকিয়াকে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের জেনারেল ম্যানেজার ব্রিগেডিয়ার মালিক বোহান বলেন, ফেরিটিতে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ আরোহী ছিলেন।

উল্লেখ্য, আরব বিশ্বে ২১ মার্চ মা দিবস হিসেবে উদযাপন করা হয় এবং এইদিনের আশেপাশে কোনও একটি দিনে ফার্সি নববর্ষ নওরোজ পালিত হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত অন্তত ৫৮
কলেরার প্রাদুর্ভাবে দ্বীপ ছেড়ে যাত্রা, ফেরিডুবিতে নিহত বেড়ে শতাধিক
ইরাক ও সিরিয়ায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
X
Fresh