• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিমান ঘাঁটিতে প্রথম এস-৪০০ মোতায়েন করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০১৯, ১৫:৪১

তুরস্কের একটি বিমান ঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০কে প্রথম মোতায়েন করা হবে। দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তুর্কি দৈনিক ইয়েনি সাফাক এ খবর দিয়েছে বলে জানায় পার্সটুডে।

ইয়েনি সাফাকের খবরে বলা হয়েছে, তুরস্কের মুরতেদ বিমান ঘাঁটিতে প্রথম মোতায়েন করা হবে এস-৪০০। তুর্কি সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। আগে এটি আকিনচি বিমান ঘাঁটি নামে পরিচিত ছিল।

খবরে আরও বলা হয়েছে, এস-৪০০ তুরস্কের বিভিন্ন স্থানে পাঠানোর প্রধান কেন্দ্র হিসেবেও এ ঘাঁটি ব্যবহার করা হবে। অবশ্য পরে এ ঘাঁটি থেকে অন্যস্থানে এস-৪০০ সরিয়ে নেয়া হতে পারে বলেও জানানো হয়।

এর আগে বলা হয়েছিল তুরস্ককে চলতি বছরের জুলাই মাসে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া। এ ব্যবস্থা নভেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে। ন্যাটোদেশ তুরস্ক মার্কিন চাপ উপেক্ষা করে এস-৪০০ কেনার কাজে এগিয়ে চলেছে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে তুরস্ক
অপতথ্য প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক
X
Fresh