• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীরে সহকর্মীর গুলিতে ৩ ভারতীয় জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০১৯, ১০:২৬

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস (সিআরপিএফ)- এর তিন জওয়ান সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। বুধবার জম্মু কাশ্মীরের উদামপুর ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তিন সহকর্মীকে গুলি করা জওয়ান আত্মহত্যার চেষ্টা করলেও মারা যায়নি। তবে তিনি গুরুতর আহত। তাকে স্থানীয় সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গোলাগুলির ঘটনা শুনে সিআরপিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সেই ক্যাম্পে যান। এ সম্পর্কে আধা সামরিক বাহিনীটির ১৮৭ ব্যাটালিয়ন কমান্ডার হরিন্দর কুমার বলেন, তিন জওয়ান নিহত হয়েছেন এবং যিনি তাদের গুলি করেছিলেন তিনি গুরুতর আহত।

--------------------------------------------------------
আরো পড়ুন: নিউজিল্যান্ডে নিষিদ্ধ হচ্ছে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র
--------------------------------------------------------

নিহত তিনজনের সবাই কনস্টেবল প্রধান। এরা হলেন- রাজস্থানের পোকারমল আর, দিল্লির ইয়োগেন্দ্র শারমা এবং হরিয়ানার উমেদ সিং।

স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় কনস্টেবল অজিত কুমার তার সহকর্মীদের ওপর গুলি চালায়। একটি চুক্তিতে সম্মত হতে না পেরে সে এমনটি করে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, জানুয়ারিতেও শ্রীনগরের একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই জওয়ান নিহত হন এবং গুলি চালানো ব্যক্তি আত্মহত্যা করে। তখন বলা হয়েছিল, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এমনটি ঘটেছে।

আরো পড়ুন:

ডি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh