• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুরআন তেলাওয়াতে নিউজিল্যান্ডের সংসদ অধিবেশন শুরু

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ মার্চ ২০১৯, ১৮:৪০

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার পর আজ প্রথম সংসদ অধিবেশন শুরু হয়েছে। দেশটির নিয়মনীতির বিপরীতে গিয়ে সংসদ অধিবেশ শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

এ সময় সংসদে ছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্যরা। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পার্লামেন্টের ভাষণে প্রথমে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ক্রাইস্টচার্চ হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। এ ঘটনার শিকার ব্যক্তি ও পরিবারগুলো অবশ্যই ন্যায়বিচার পাবে বলে তিনি ঘোষণা করেন।

পুরো ভাষণে তিনি কোথাও হামলাকারীর নাম উচ্চারণ করেননি। জঙ্গি এই হামলাকারীর নাম তিনি মুখে নিতে চান না বলে আগেই জানিয়েছেন।