• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাউডার থেকে ক্যানসার! জনসন & জনসনকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মার্চ ২০১৯, ১৯:০২
ছবি: ভারতীয় গণমাধ্যম এনডিটিভি

যুক্তরাষ্ট্রের জনসন & জনসনের বেবি পাউডার থেকে এক নারী মেসোথ্যালমিয়া ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগ করার পর তাকে ২৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কোম্পানিটিকে।

বুধবার ক্যালিফোর্নিয়ার সুপিরিয়ার কোর্ট টেরি লিয়াভিট নামের এই নারীকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

রায়ের পর নিউ জার্সির দ্য নিউ বার্নসউইক শহরের কোম্পানি জনসন & জনসন জানিয়েছে, এই রায়ে তারা খুশি না। শুনানি চলাকালীন প্রামাণ্য তথ্যের গরমিলের বিষয়ে তারা আবেদন করবে বলেও জানিয়েছে।

এছাড়া কোম্পানিটি তাদের পণ্য থেকে ক্যানসার হওয়ার কথা অস্বীকার করেছে। কোম্পানিটির দাবি, বিশ্বজুড়ে অসংখ্য মানুষের ওপরে পরীক্ষা করে দেখা হয়েছে। এটা সম্পূর্ণ সুরক্ষিত অ্যাসবেস্টস-মুক্ত।

কোম্পানিটির বিরুদ্ধে দায়ের হওয়া কয়েকডজন মামলার মধ্যে টেরি লিয়াভিট সর্বপ্রথম মামলা করেন। চলতি বছর মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। জানুয়ারির ৭ তারিখ থেকে নয় সপ্তাহব্যাপী শুনানি হয়।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র-ইইউ
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
সোলসের গানে মাতলো যুক্তরাষ্ট্র
X
Fresh