• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে মসজিদের বাইরে মুসল্লিকে হাতুড়ি দিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মার্চ ২০১৯, ১২:২১

পূর্ব লন্ডনের একটি মসজিদের বাইরে একজন মুসলিম ব্যক্তির ওপর ‘হাতুড়ি’ দিয়ে হামলা চালিয়েছে দুজন ব্যক্তি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ওই ঘটনার শিকার ব্যক্তির বয়স ২৭ বছর এবং তিনি মাথায় আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তিনজন ব্যক্তি ক্যানন স্ট্রিটে অবস্থিত একটি মসজিদের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তারা ইসলামবিরোধী মন্তব্য করতে থাকে।

ওই প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের তারা ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : হত্যায় অভিযুক্ত করে নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারীকে রিমান্ডে

---------------------------------------------------------------------

এসময় কয়েকজন মুসল্লি তাদের ধাওয়া করে। ফলে তাদের মধ্যে দুজন ব্যক্তি একটি হাতুড়ি দিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায়। ওই হামলা চালানোর পর তারা একটি চলন্ত গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে ব্যর্থ হয়েছে লন্ডনের পুলিশের।

উল্লেখ্য, এমন এক সময় এই হামলার ঘটনা ঘটে যখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ ও লিনউড মসজিদে বন্দুকধারীদের হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও ৪৮ জন।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সেই চিকিৎসক বাবার মৃত্যু
ছেলেকে বাঁচাতে গিয়ে লাইফ সাপোর্টে হামলার শিকার চিকিৎসক বাবা
ক্যামেরা নিয়ে হাসপাতালে ঢুকে হামলার শিকার দুই সাংবাদিক
স্বামী-স্ত্রীকে মারধর, বাঁচাতে গিয়ে হামলার শিকার পরিবার
X
Fresh