• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মার্চ ২০১৯, ১৭:৩১
ছবি: ভারতীয় গণমাধ্যম ‘নিউজ18’

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের প্রার্থী চূড়ান্ত রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’।

মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘নিউজ18’।

এতে বলা হয়েছে, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণে মালা রায়, যাদবপুরে মিমি চক্রবর্তী, মথুরাপুরে চৌধুরি মোহন জাটুয়া, জয়নগরে প্রতিমা মন্ডল, বসিরহাটে নূসরৎ জাহান, বারাসতে কাকলি ঘোষদস্তিদার, দমদমে সৌগত রায় এবং বিষ্ণুপুরে শ্যামল সাঁতরাকে প্রার্থী করেছে মমতার নেতৃত্বাধীন দলটি।

আরও বলা হয়েছে, বাঁকুড়ায় সুব্রত মুখার্জী, পুরুলিয়ায় ডঃ মৃগাঙ্ক মাহাতো, ঝাড়গ্রামে বীরবাহা সোরেন, মেদিনীপুরে মানস ভুঁইঞা, ঘাটালে দীপক অধিকারী, কাঁথিতে শিশির অধিকারী, তমলুকে দিব্যেন্দ্যু অধিকারী, আরামবাগে অপরূপা পোদ্দার, হুগলিতে ডঃ রত্না দে নাগ এবং শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।

গণমাধ্যমটি জানায়, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় ইদ্রিশ আলি, ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদী, বনগাঁয় মমতাবালা ঠাকুর, আসানসোলে ইন্দ্রাণী হালদার/জীতেন্দ্র তিওয়ারি, বোলপুরে অসিত মাল, বীরভূমে শতাব্দী রায়, বর্ধমান-দূর্গাপুরে ইন্দ্রাণী হালদার(সম্ভাব্য), বর্ধমানে-পূর্বে সুনীল কুমার মন্ডল, রানাঘাটে রুপালি বিশ্বাস এবং কৃষ্ণনগরে মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

এছাড়া বহরমপুরে অপূর্ব সরকার, মুর্শিদাবাদে আবু তাহের খান, জঙ্গিপুরে মহম্মদ সোহরাব, মালদহ দক্ষিণে ডঃ মোয়াজ্জম হুসেন, মালদহ উত্তরে মৌসম বেনজির নুর, বালুরঘাটে অর্পিতা ঘোষ, রায়গঞ্জে কানাইয়ালাল আগরওয়াল, দার্জিলিংয়ে অমর সিং রাই, জলপাইগুড়িতে বিজয় চন্দ্র বর্মন, আলিপুরদুয়ারে দশরথ তিরকে এবং কোচবিহারে পরেশ অধিকারীকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে।

আরও পড়ুন

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
X
Fresh