• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শামীমা আইএসে যোগ দেয়ায় ব্রিটেনের কাছে ক্ষমা চাইলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মার্চ ২০১৯, ২৩:৩০

শামীমা বেগম ইসলামিক স্টেটে যোগ দেয়ার কারণে ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তার বাবা আহমেদ আলী। তিনি বলেন, তার মেয়ে "বুঝে করুক বা না বুঝে, সে ভুল করেছে"।

তবে তিনি মনে করেন যুক্তরাজ্যের উচিত শামীমা বেগমকে দেশে ফিরতে দেয়া, যেখানে ফেরার পর শামীমাকে বিচারের মুখোমুখি হতে হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শামীমা সিরিয়া থেকে ব্রিটেনে ফেরার ইচ্ছা ব্যক্ত করার পরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানান।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সুনামগঞ্জে থাকা আহমেদ আলী বিবিসিকে যখন এই সাক্ষাৎকার দেন, তখনো শামীমা বেগমের শিশু সন্তানটি মারা যায়নি।

২০১৫ সালে ইসলামিক স্টেট বাহিনীতে যোগ দিতে ১৫ বছর বয়সে শামীমা বেগম লন্ডন ছেড়ে সিরিয়ায় যান। ফেব্রুয়ারিতে টাইমস পত্রিকাকে সাক্ষাৎকার দেবার সময় শামীমা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, আইএসে যোগ দেয়া নিয়ে তিনি অনুতপ্ত নন। সন্তান জন্মের কিছুদিন পর বিবিসিকে শামীমা বলেন, তিনি চান তার সন্তান যুক্তরাজ্যে বেড়ে উঠুক। কিন্তু নিউমোনিয়ায় ভুগে বৃহস্পতিবার তিন সপ্তাহর চেয়ে কম বয়সী শিশু জারাহ মারা গেছে।

প্রসঙ্গত, শামীমার নাগরিকত্ব বাতিলের আগে শিশু জারাহ'র জন্ম হয়। এ কারণে তাকে ব্রিটিশ নাগরিক বলে ভাবা হচ্ছে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, পাবেন ৫০০০ পাউন্ড
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
X
Fresh