• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইমরানকে অযোগ্য ঘোষণার দাবিতে করা আবেদনের শুনানি সোমবার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মার্চ ২০১৯, ১৮:২৫
ছবি: পাকিস্তান-ভিত্তিক গণমাধ্যম ‘ডন’

পাকিস্তানের সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের ভিত্তিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণার দাবিতে করা একটি আবেদনের শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

শনিবার লাহোর হাইকোর্ট আবেদনটি গ্রহণ করে এই দিন ধার্য করে দেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ডন’।

আবেদনটিতে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্রগুলোতে ইমরান তার মেয়ে তাইরিয়ান জেড খান হোয়াইটের কথা গোপন করেছেন।

মৃত ব্রিটিশ শিল্পপতি গর্ডন হোয়াইটের মেয়ে আনা-লুইসার(সিতা) গর্ভে জন্মগ্রহণ করেন তাইরিয়ান। তিনি ইমরান খানের মেয়ে বলে প্রায় শোনা যায়।

এই বিষয়ে আবেদনটিতে বলা হয়, ইমরান খান মনোনয়নপত্রগুলোতে উল্লেখ করেননি যে তাইরিয়ান তার পোষ্যদের একজন। এর ফলে তিনি সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের শর্ত পূরণ করেননি।

এই অনুচ্ছেদ দুটিতে মেম্বার অব পার্লামেন্ট(এমপি) হওয়ার পূর্বশর্ত হিসেবে বলা হয়েছে তাকে অবশ্যই ‘সৎ ও ন্যায়নিষ্ঠ’ হতে হবে।

আবেদনকারী লাহোর হাইকোর্টের কাছে ইমরান খানকে যেন অযোগ্য ঘোষণা করার দাবি জানান।

এর আগে গত ২১ জানুয়ারি ইসলামাবাদ হাইকোর্ট এই ধরনের একটি আবেদন খারিজ করে বলেন, এটা ব্যক্তিগত বিষয়গুলোর সঙ্গে জড়িত বলে অনুল্লেখযোগ্য।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
ইতিহাস গড়লেন বাঁধন
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
X
Fresh