• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এডেন উপসাগরে ইরানের তেলের ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ মার্চ ২০১৯, ১৮:০৫
ফাইল ফটো

এডেন উপসাগরে ইরানের তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে এবং দেশটির নৌবাহিনী হামলাকারীদেরকে প্রতিহত করেছে।

বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক বার্তা সংস্থা ‘রয়টার্স’।

শুক্রবার টেলিভিশনটিতে প্রচারিত খবরে বলা হয়, হামলাকারীরা ১১টি স্পিডবোট নিয়ে এক লাখ ৫০ হাজার টন তেলবাহী একটি কার্গোর ট্যাংকারে হামলা করে।

খবরে সবশেষ পরিস্থিতি সম্পর্কে কিছু উল্লেখ না করে শুধু স্পিডবোটগুলোকে লক্ষ্য করে দেশটির নৌবাহিনীর গুলি ছোড়ার ফুটেজ দেখানো হয়।

ইরানের নৌবাহিনী গত কয়েক বছরে ভারত মহাসাগর এবং এডেন উপসাগরে সোমালি জলদস্যুদের হামলা থেকে দেশটির জাহাজগুলো রক্ষায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেছে।

এর আগে গত বুধবার ইসরায়েলের হাইফা শহরে দেশটির নৌবাহিনীর ক্যাডেটদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে নেতানিয়াহু ইরানের তেলের জাহাজে হামলা করা হুমকি দেন বলে জানায় ইরানি গণমাধ্যম ‘পার্সটুডে’।

এই অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান গোপনে সমুদ্রপথে তেলের চালান পাঠানোর চেষ্টা করছে। ইরানের এমন তৎপরতা যদি বাড়তেই থাকে, তবে তা রুখে দেয়ার জন্য ইসরায়েলি নৌবাহিনীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।


আরও পড়ুন :

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
X
Fresh