• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতের সঙ্গে উত্তেজনা কমলেও হুমকি কমেনি: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ মার্চ ২০১৯, ২৩:৫২
ছবি: পাকিস্তানের গণমাধ্যম ‘জিওটিভি’

ভারতের সঙ্গে উত্তেজনা কমেছে কিন্তু হুমকি কমেনি বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘জিওটিভি’ জানায়, ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’র(পিটিআই) এক সভায় তিনি এই মন্তব্য করেন।

ইমরান খান বলেন, সময় মতো সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণেই যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।

সভায় ‘ফাইন্যান্স অ্যামেন্ডমেন্ট বিল ২০১৮-১৯’ অনুমোদন করে পিটিআই পার্লামেন্টারি পার্টি।

একাধিক সূত্র মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান যে কারও চাপে নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়নি। এটা দেশের অভ্যন্তরীণ বিষয়। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে পাকিস্তান নিজের স্বার্থে যা করার, তাই করবে।

সভায় পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসা করেন বলেও জানায় এসব সূত্র।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’র অধীনে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ এবং ছেলে হামমাদ আজহারসহ বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ৪৪ জনকে আটক করা হয়েছে।

আরও জানায়, কেন্দ্রীয় সরকার তাদেরকে ‘প্রিভেন্টিভ ডিটেনশনে’(সরকারি আদেশ পালনের জন্য কিংবা পুনরায় অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে আটক করা) নিয়েছে। সোমবার অনুষ্ঠিত এক উচ্চ-পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সব নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নেয়া কঠোর পদক্ষেপের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
X
Fresh