• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০১৯, ১৩:৪৪

পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছে ভারত। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের কোনও কোনও সংবাদমাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে বলে জানায় পার্সটুডে।

এতে বলা হয়, ভারত সন্ত্রাসী হিসেবে যাদের চিহ্নিত করেছে তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং দৃষ্টিগ্রাহ্য ব্যবস্থা নেয়ার পরই কেবল পাকিস্তানের সঙ্গে সংলাপ হতে পারে।

ভারতীয় সরকারি সূত্রগুলো বলেছে- এ পদক্ষেপ না নেয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও পর্যায়েই আলোচনার সম্ভাবনা নেই। পাক-ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের বিষয়টি ইসলামাবাদের ওপর নির্ভর করছে বলেও নয়াদিল্লির পক্ষ থেকে দাবি করা হয়। কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নেয় তার ওপর উত্তেজনা প্রশমন নির্ভর করছে বলে নয়াদিল্লি জানিয়েছে।

আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মুক্তি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লি এ মনোভাবের কথা জানায়।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh