• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় চার ভারতীয় সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ মার্চ ২০১৯, ১৮:৩৭
ছবি: ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মোহাম্মদের হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর এবার কুপওয়ারা জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের এক অফিসারসহ চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

একটি বিধ্বস্ত বাড়ি থেকে হঠাৎ এক সন্ত্রাসী গুলি ছোড়া শুরু করলে নিরাপত্তাকর্মীরা অবাক হয়ে যান বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’। বন্দুকযুদ্ধেে এই সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

একাধিক সরকারি সূত্র জানায়, কুপওয়ারার ক্র্যালগুন্ড গ্রামে সন্ত্রাস-বিরোধী অভিযানে ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র(সিআরপিএফ) এক ইন্সপেক্টর, এক জওয়ান এবং জম্মু-কাশ্মীর পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানান, এদিন কয়েকবার সন্ত্রাসীরা গুলি ছোড়ার মাঝখানে একবার বিরতি দেয়। কিন্তু নিরাপত্তা বাহিনীর কর্মীরা বাড়িটির দিকে এগিয়ে গেলে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা হঠাৎ গুলি ছোড়া শুরু করেন।

ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায়, এই বন্দুকযুদ্ধে দুজন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এই অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়ার পর শুক্রবার সকালে এই অভিযান পরিচালিত হয়।

সরকারি কর্মকর্তারা জানান, যেখানে এই বন্দুকযুদ্ধ হয়, সেখানকার কাছাকাছি একটি জায়গায় একদল তরুণের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh