• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘জাতীয়তাবাদ বিরোধিতা’ সব সময় দোষের নয়: অমর্ত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩
ছবি: আনন্দবাজার

ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলছেন, ‘জাতীয়তাবাদ বিরোধিতা’ সব সময় দোষের নয়।

বুধবার একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’।

অমর্ত্য সেন বলেন, মাঝে মাঝে অ্যান্টি-ন্যাশনাল হওয়া ঠিক আছে। রাষ্ট্রই আমাদের একমাত্র পরিচিতি নয়। আমাদের নানা রকম পরিচিতি থাকে। জীবনযাত্রার জন্য এগুলোও ভীষণ জরুরি।

এই ভারতীয় অর্থনীতিবিদ মোদি সরকারের বিভিন্ন প্রকল্প এবং দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। নোট বাতিলকে মজা করে ‘পি সি সরকারের ম্যাজিক’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সকলের জন্য ন্যূনতম আয়ের প্রকল্পেও দারিদ্র সমস্যার সমাধান হবে না। কারণ টাকার অভাবে নয়, সমাজের কারণেই এই সমস্যা প্রকট হয়েছে।

হিন্দুত্ব ব্যাখ্যা করতে গিয়ে অমর্ত্য সেন বলেন, তিনি হিন্দুত্ব-বিরোধী নন। তার নামে প্রকাশিত প্রথম বইটির নাম ‘হিন্দুইজম’ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

দাদা ক্ষিতিমোহন সেনের লেখা অনুবাদ করে বইটি প্রকাশ করেন তিনি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh