• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শান্তির আশায় ভারতীয় পাইলটকে ছেড়ে দেয়া হবে: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৮
ছবি: পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’

শান্তির আশায় আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভি নন্দনকে আগামীকাল শুক্রবার ছেড়ে দেয়া হবে বলে জানালেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে বক্তৃতা প্রদানের সময় তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ডন’।

এসময় ইমরান খান বলেন, আমি ঘোষণা করছি যে শান্তির আশায় সমঝোতার প্রথম পদক্ষেপ হিসেবে আগামীকাল আমাদের হেফাজতে থাকা ভারতীয় এয়ার ফোর্স কর্মকর্তাকে ছেড়ে দেয়া হবে।

তার এই ঘোষণাকে সংসদে উপস্থিত প্রায় সবাই সমর্থন জানায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ বলেছেন, শান্তির পথে এটি একটি পদক্ষেপ এবং আমি আশা করি এটা স্থায়ী হবে।

বুধবার সকালে ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং অভি নন্দনকে আটক করে পাকিস্তান এয়ার ফোর্স। এরপর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তাকে আটকের বিষয়টি স্বীকার করেন এবং পুনরায় ভারতের প্রতি আলোচনার আহ্বান জানান।

পাকিস্তানি গণমাধ্যমগুলোতে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে ভারতীয় পাইলটকে বলতে শোনা যায়, পাকিস্তানের সেনাবাহিনী তার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছে এবং সেনাবাহিনীর কর্মকর্তারা খুবই ভালো। পরবর্তীতে নয়দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনকে তলব করে এবং অবিলম্বে ও নিরাপদে অভি নন্দনকে ছেড়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করে ভারত।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh