• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানে আটক থাকা পাইলটের মুক্তি চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৭

পাকিস্তানে আটক থাকা উইং কমান্ডার অভিনন্দন নামের এক পাইলটের মুক্তি চায় ভারত। ভারত মনে করে, আটক পাইলটের মুক্তি না দিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

বুধবার আটক ভারতীয় পাইলটের একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। এ সময় তার মুখে রক্ত ছিল। এ কারণে ভারত এটাকে ‘একজন আহত ব্যক্তির কুরুচিপূর্ণ প্রদর্শন’ হিসেবে উল্লেখ করেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আটক পাইলটকে নায়ক হিসেবে দেখছে। অন্যদিকে দুটি দেশরই কিছু ব্যবহারকারী নিজেদেরকে সংযত হওয়ার পরামর্শ দিচ্ছে।

প্রসঙ্গত, বুধবার ভারতের দুটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এতে দুই পাইলট পাকিস্তানে আটকা পড়ে বলে জানায় করাচি। ভারত শুরুতে অস্বীকার করলেও অবশেষে পাইলট আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর অন্তত ৪০ জন সদস্য নিহত হয়। এ নিয়ে ভারতজুড়ে শুরু হয় পাকিস্তানবিরোধী বিক্ষোভ। পরবর্তীতে ভারতের যুদ্ধবিমান পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে গেলে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন রূপ নেয়।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh