• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোদিকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাতাল অবস্থায় কন্ট্রোল রুমে ফোন দিয়ে মোদিকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকির পর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি কন্ট্রোল রুমে ফোন দেয়। ওই ব্যক্তি একজন শ্রমিক।

কন্ট্রোল ‍রুমে ফোন দিয়ে ওই ব্যক্তি বলেন, আমি একজন সন্ত্রাসী। প্রধানমন্ত্রী মোদিকে উড়িয়ে দেয়া হবে এবং দিল্লিতে বোমা হামলা করা হবে।

পরে ওই ব্যক্তির কল ট্রেস করে তাকে আটক করে পুলিশ। এরপর দিল্লি পুলিশের বিশেষ সেল, গোয়েন্দা ব্যুরো এবং স্থানীয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। যদিও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, সেটি ভুয়া কল ছিল। ওই ব্যক্তি তার বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করার পর মদপান করে। পরে রেগে গিয়ে তিনি পুলিশের কন্ট্রোল রুমে ফোন দেয়।

উল্লেখ্য, কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তান। এরইমধ্যে সোমবার দিনগত রাতে পাকিস্তান অধিকৃত আজাদ জম্মু ও কাশ্মীরে বিমান হামলার চালিয়েছে ভারতের বিমানবাহিনী। ভারতের দাবি জঙ্গি আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
মাদারীপুর থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
স্ত্রীর ভয়ে বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ালেন বাংলাদেশি যুবক!
X
Fresh