• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘুষের পরিবর্তে মিললো মোষ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৯

প্রায় ক্ষেত্রেই শোনা যায়, কোনও কাজের জন্য সরকারি অফিসে ঘুষ না নিলে ফাইল নড়ে না। মাঝে মাঝে এমন ক্ষেত্রে অভিনব প্রতিবাদের কথাও শোনা যায়। তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

রাজস্ব বিভাগের এক কর্মকর্তা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন মধ্যপ্রদেশের এক কৃষক। ওই রাজস্ব কর্মকর্তার সরকারি গাড়ির সঙ্গে বেঁধে দিলেন নিজের মোষটিকে।

টিকমগড়ের কৃষক ৭০ বছরের লক্ষ্মী যাদব একটি জমি মিউটেশনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু তিনি অভিযোগ করে বলেন, এই কাজের জন্য রাজস্ব বিভাগের কর্মকর্তা সুনীল বর্মা এক লাখ রুপি দাবি করেছেন। প্রতিবাদে শনিবার অফিসের বাইরে সুনীলের জিপের সঙ্গে নিজের মোষটিকে বেঁধে দেন যাদব।

তিনি বলেন, ওই অফিসার আমার কাছে এক লাখ রুপি ঘুষ চেয়েছিলেন। ৫০ হাজার রুপি দিয়েছি। আমার কাছে আর টাকা নেই। তাই মোষটি ওই অফিসারকে দিয়ে দিয়েছি। তবে সব অভিযোগ অস্বীকার করে সুনীলের দাবি, যাদব নাটক করছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh