• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৭

আফ্রিকা শীর্ষ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নাগরিক সমাজ গ্রুপগুলো। তারা বলছে, রোববার নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার পর সহিংসতায় এসব ব্যক্তির মৃত্যু হয়।

গ্রুপগুলো জানাচ্ছে, ২০১৫ সালে নির্বাচনী সহিংসতায় যতজনের মৃত্যু ঘটেছিল এবার তার চেয়ে বেশি লোক নিহত হয়েছেন। আফ্রিকার সবচেয়ে বড় এই নির্বাচন সহিংসতা ও কারচুপির কারণে ব্যাহত হয়েছে।

৭০টির বেশি নাগরিক সমাজ গ্রুপকে প্রতিনিধিত্বকারী সিচুয়েশন রুম নামের একটি সংগঠনের আহ্বায়ক ক্লেমেন্ট এনওয়াঙ্কও বলেন, দেশজুড়ে আটটি প্রদেশে নির্বাচনী সহিংসতায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে লাগোসভিত্তিক কনসালটেন্সি এসবিএম ইন্টেলিজেন্স জানিয়েছে, দেশজুড়ে নির্বাচনী সহিংসতায় ৩৫ জন নিহত হয়েছে।

নিহতদের সংখ্যা নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

নাইজেরিয়ার এই প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ও ব্যবসায়ী আতিকু আবুবকর।

৭৬ বছর বয়সী সাবেক সেনাশাসক বুহারি দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন। বিপরীতে সাবেক ভাইস প্রেসিডেন্ট ৭২ আতিকু ব্যক্তিখাতের আরও বিস্তারের প্রতিশ্রুতি দিয়েছেন।

একটি স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন কর্মকর্তা ফেসটাস ওকোইয়ে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় রিভার্স, লাগোস ও ওয়ো প্রদেশে কিছু মানুষ নিহত হয়েছেন। যদিও এসব অঞ্চলে কতজনের মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ৩
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
X
Fresh