• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান যুদ্ধ করে একবারও কিছু পায়নি: মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২১
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমি তাকে (পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান) বলেছিলাম যে, এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছে। প্রতিবার জিতেছে ভারত। পাকিস্তান যুদ্ধ করে একবারও কিছু পায়নি।

শনিবার ভারতের রাজস্থানের টঙ্ক শহরে এক সমাবেশে এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ ও ‘আনন্দবাজার’।

নরেন্দ্র মোদি বলেন, ইমরান খান নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর আমি ফোন করে তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি সন্ত্রাসের রাস্তা ছেড়ে শিক্ষা ও দারিদ্র্য দূর করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। আমার সঙ্গে সহমত পোষণ করেন তিনি।

তিনি বলেন, আমার কথার জবাবে তিনি (ইমরান) বলেন ‘মোদিজি আমি পাঠানের ছেলে। আমি সত্যি কথা বলি এবং সত্যি কাজ করি’। আজ সময় এসে গেছে যে কথাগুলো তিনি বলেন, সেগুলো রাখার। পারলে পুলওয়ামায় হামলাকারীদেরকে শাস্তি দিন।

ভারতের প্রধানমন্ত্রী কাশ্মীরিদের উদ্দেশে বলেন, আমাদের লড়াই কাশ্মীরের জন্য, কাশ্মীরিদের বিরুদ্ধে নয়। সন্ত্রাসের শিকার সবচেয়ে বেশি হয়েছে তারাই। তাদের পাশে আছে সারাদেশ। কাশ্মীরিদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, সন্ত্রাসের হাত থেকে কাশ্মীরিদের রক্ষা করতে সারাদেশের এক হওয়া দরকার। সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে কাশ্মীরের প্রতিটি শিশু আমাদের সঙ্গে আছে। এসব শিশুকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেক ভারতবাসীর।

নরেন্দ্র মোদির এই বক্তব্য দেয়ার পর জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে তাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘ধন্যবাদ, নরেন্দ্র মোদি সাহেব। আজ আপনি আমাদের হৃদয়ের কথা বলে দিয়েছেন।’

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh