• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে সিগারেটের আগুনে পুড়ে ছাই ৩০০ গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৬
ছবি: আনন্দবাজার

ভারতের বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কা বিমান বাহিনীর ঘাঁটির কাছে এয়ার ফোর্স স্টেশনের পার্কিং জোনের ৫ নম্বর গেটে একটি সিগারেটের আগুনে ৩০০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানায় ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’। এতে বলা হয়, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিগারেটটি থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনটিতে বলা হয়, পার্কিং জোনের শুকনো ঘাসে সিগারেটটি ছুড়ে ফেলা হয়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একটি ভিডিওতে একটার পর একটা গাড়ি পুড়ে যেতে দেখা গেছে। সবমিলিয়ে মোট ৩০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেষমেশ ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

গণমাধ্যমটি জানায়, গত বুধবার থেকে পাঁচদিনের এয়ার শো শুরু হয়েছে ইয়ালাহাঙ্কা বিমান বাহিনীর ঘাঁটিতে। চলবে রোববার পর্যন্ত। প্রথমদিন মহড়া চলাকালীন বিমান বাহিনীর সূর্যকিরণ দলের দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান উইং কমান্ডার সাহিল গান্ধি। যেখানে বিমান মহড়া হচ্ছে, সেখান থেকে কিছু দূরেই অবস্থিত অগ্নিকাণ্ডের শিকার হওয়া এই পার্কিং জোন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh