• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসবাদ নিয়ে ভারতের মতো আমিও উদ্বিগ্ন: সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২২

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের মতো আমিও উদ্বিগ্ন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি ভারতের সাথে একাত্মতা ঘোষণা করছি। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সৌদি যুবরাজ এই মন্তব্য করেন।

সদ্য পাকিস্তান সফর শেষ করে নিজ দেশে ফিরে আবার ভারত সফরে পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, ভারতে এ সফর দুই দেশের মধ্যকার পুরনো বন্ধুত্বের সম্পর্ককে সমৃদ্ধ করবে।

এসময় মোদি বলেন, সন্ত্রাসবাদ ও সাইবারক্রাইম মোকাবিলায় ভারত ও সৌদি আরব সহমত পোষণ করেছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-র ৪৪ জন জওয়ান নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ ওই হামলার দায় স্বীকার করে।

এরপরই মূলত প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভারত শুরু থেকেই এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। আর বিপরীতে পাকিস্তান এ হামলায় তাদের কোনও দায় নেই বলে জানায়।

এমনই এক পরিস্থিতিতে মঙ্গলবার দুইদিনের সফরে ভারত যান সৌদি যুবরাজ। সেখানেই তিনি ভারতের সঙ্গে বিভিন্ন সহযোগিতার ব্যাপারে একমত হন। পরে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে নিজেদের গভীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এই দুই নেতা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
উদ্বিগ্ন স্বজনদের যা বলছেন জিম্মি জাহাজের মালিকপক্ষ
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
X
Fresh