• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইসরায়েলের দুঃসাহসের জন্য সংঘাত শুরু হতে পারে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২০
ছবি: ইরানের গণমাধ্যম ‘পার্সটুডে’

ইসরায়েল সিরিয়ায় সামরিক হামলা চালিয়ে যে বিপজ্জনক দুঃসাহস দেখাচ্ছে, তার জন্য গোটা মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

বুধবার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম পার্সটুডে।

মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, ইসরায়েল দুঃসাহস দেখাচ্ছে এবং এটা বিপজ্জনক। সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরান সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে কিন্তু ইসরায়েল প্রায়ই লেবানন ও সিরিয়ার আকাশসীমা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি না যে এটা হবেই, তবে আমরা সম্ভাবনা একদম নাকচও করছি না।

এর আগে, জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যুদ্ধ শুরু করার চেষ্টা করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তৎপরতার কারণে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা জোরদার হচ্ছে।

তবে ইসরায়েল ইরানে হামলা করলে তা দেশটির জন্য আত্মঘাতী হবে বলেও উল্লেখ করেন তিনি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh