• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৩

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির একটি আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়ার পর তাকে আটক করা হলো।

ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতায় থাকাকালে চীন থেকে পাওয়া ১০ লাখ ডলার সরকারি অর্থ এসওএফ প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির মাধ্যমে আত্মসাৎ করেছেন।

যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

আড়াই ঘণ্টা শুনানির পর সরকারি কৌঁসুলিরা ইয়ামিনকে গ্রেপ্তারের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন জানান।

সরকারি আইনজীবী আইশাথ মোহাম্মদ বলেছেন, তথ্য প্রমাণে ঘেঁটে দেখা গেছে ইয়ামিন প্রত্যক্ষদর্শীদের টাকার প্রলোভন দেখিয়ে সাক্ষ্য পরিবর্তনের চেষ্টা করেন।

এসময় আদালতে উপস্থিত থাকা ইয়ামিনকে পুলিশের হেফাজতে নিতে এবং বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আটকে রাখতে নির্দেশ দেন বিচারক।

ইয়ামিনের অর্থ আত্মসাতের মামলার প্রাথমিক শুনানি চলতি সপ্তাহেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আগামী ৬ এপ্রিল ভারত সাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
X
Fresh