• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কাশ্মীর হামলার মূল পরিকল্পনাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৫

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার মূল পরিকল্পনাকারী আব্দুল রশিদ গাজি সেনা অভিযানে নিহত হয়েছেন। রোববার রাতে পিংলান গ্রামে জঙ্গিদের কয়েকটি গোপন আস্তানায় সেনা অভিযানের পর তিনি নিহত হন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জৈইশ-ই-মুহাম্মদের এই কমান্ডার ১২ ঘণ্টার এই অভিযানে নিহত হন। এসময় কামরান নামে আরও একজন জঙ্গি কমান্ডার নিহত হওয়ার কথা খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গাজি পাকিস্তানি নাগরিক এবং পুলওয়ামা হামলার পেছনে তিনিই মূল পরিকল্পনাকারী ছিলেন।

পুলওয়ামা হামলার কয়েকদিন আগেই একটি বন্দুকযুদ্ধে প্রাণে বেঁচে যান গাজি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই বন্দুকযুদ্ধে একজন স্থানীয় জঙ্গি ও একজন সেনা নিহত হয়েছিল।

আফগান যুদ্ধে অংশ নেয়া গাজি একজন বিস্ফোরক বিশেষজ্ঞ ছিলেন এবং তিনিই বৃহস্পতিবারের ওই আত্মঘাতী হামলাকারী আদিল দারকে প্রশিক্ষণ দিয়েছিলেন।

এর আগে টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল গত বছরের ডিসেম্বরে সীমান্ত অতিক্রম করে এবং পুলওয়ামায় লুকিয়ে আছেন।

জৈইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারে ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন এই আব্দুল রশিদ গাজি।

জঙ্গিদের বিরুদ্ধে রোববার সেনাবাহিনীর ওই অভিযানে একজন মেজরসহ চারজন জওয়ানও নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় ৪৯ জন জওয়ান নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। যদিও পাকিস্তান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১১
বিএসএফের গুলিতে নিহত কিশোরের মরদেহ ফেরত পেল পরিবার
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৫
X
Fresh