• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীর ইস্যুতে ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৬

ভারতের বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের গাড়িবহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। আর এজন্যই পাকিস্তানে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।

এর আগে হামলায় জড়িত সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগ তুলে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছিল ভারত। পার্সটুডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

শুক্রবার প্রথমে পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ইসলামাবাদও একই পদক্ষেপ নেয়। তারা ভারতের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করে জানায়, কাশ্মীর হামলায় পাকিস্তানের মদদ দেয়ার অভিযোগ ভিত্তিহীন; এর তীব্র নিন্দা করছে পাকিস্তান।

হামলার ঘটনায় ভারতের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে শুক্রবার দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, এই ঘটনায় পাকিস্তানের সরাসরি জড়িত থাকার ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তিনি দশকের পর দশক ধরে পাকিস্তানকে ভারতের দিয়ে আসা বিশেষ বাণিজ্যিক সুবিধা বা মোস্ট ফেভারড নেশন কেড়ে নেয়ার সিদ্ধান্তের কথাও জানান।

এইদিনই নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনার সোহেল মাহমুদকে তলব করে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে কাশ্মীরে হামলায় মদদ দেয়ার তীব্র প্রতিবাদ জানান।

তবে কয়েকঘণ্টা পর পাল্টা ভারতের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারকে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ ইসলামাবাদ প্রত্যাখ্যান করছে। একইসঙ্গে এই হামলার নিন্দাও জানাচ্ছে পাকিস্তান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গৌরিপুরে বড় ধরনের একটি বিস্ফোরণে সিআরপিএফ’র ৪৪ সদস্য নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
X
Fresh