• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে শিকাগোর শিল্পাঞ্চলে গুলির ঘটনায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৬

যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, দেশটির শিকাগোর শহরতলীতে একটি শিল্পাঞ্চলের কারখানায় একজন বন্দুকধারী গুলি ছুড়লে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তারা বলছেন, এ ঘটনায় আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ইলিনয়ের অরোরার পুলিশ প্রধান ক্রিস্টেন জিমান বলেছেন, এ মুহূর্তে আমরা পাঁচজনের মৃত্যু খবর নিশ্চিত করতে পারছি।

তিনি বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটার পরপরই ভবনটিতে প্রবেশ করে গুলিবিদ্ধ হন দুজন পুলিশ সদস্য।

পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারী ব্যক্তি নিহত হয়। ৪৫ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম গ্যারি মার্টিন বলে জানা গেছে। তিনি ওই কারখানাতেই কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কেন গুলি চালিয়ে তা এখনও জানতে পারেননি তারা।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি গুলিবর্ষণ শুরু করার পরপরই ওই কারখানায় পুলিশ ও ফেডারেল এজেন্টরা অভিযান শুরু করে।

এদিকে আহত চারজন পুলিশ আশঙ্কামুক্ত হবে জানা গেছে। একটি স্থানীয় হাসপাতাল জানিয়েছে, তারা ‘সামান্য আহত’ তিনজন রোগীকে চিকিৎসা দিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পাঞ্চল ছাড়া গ্যাসের লাইন নয় : নসরুল হামিদ
X
Fresh