• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ক্লাস-পরীক্ষা রেখে রাস্তায় যুক্তরাজ্যের কয়েক হাজার শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৬
ছবি: যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’

‘আমাদের পৃথিবীকে রক্ষা কর’ স্লোগানে ব্রিটেনের কয়েক হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে। তাদের দাবি, ব্রিটেনের কনজারভেটিভ সরকার জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপ নিক।

শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় যুক্তরাষ্ট্র-ভিত্তিক বার্তা সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’(এপি)।

প্রতিবেদনটিতে বলা হয়, রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে স্কুলের ইউনিফর্ম পরেই দাবি আদায়ে রাস্তায় নামে এসব শিক্ষার্থী।

আরও বলা হয়, ‘ইয়োথ স্ট্রাইক 4 ক্লাইমেট চেঞ্জ’ নামের একটি গ্রুপের ব্যানারে রাস্তায় নামে এসব শিক্ষার্থী। গ্রুপটি জানায়, যুক্তরাজ্যের প্রায় ৬০টি কমিউনিটির শিক্ষার্থীরা এই দাবিতে রাস্তায় নেমেছে।

বার্তা সংস্থাটি জানায়, একই দাবিতে বার্নে সুইস পার্লামেন্ট ও বার্লিনে জার্মান পার্লামেন্টের বাইরে এবং ইউরোপের অন্যান্য শহরেও অবস্থান নেয় শিক্ষার্থীরা।

রোজেয়ান স্টেফেন নামের এক ২১ বছর বয়সী তরুণ বলেন, আমাদের দ্রুতই প্রতিক্রিয়া দেখানো উচিত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কার্যালয় জানায়, শিক্ষার্থীদের দাবিটি গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস ও পরীক্ষা বর্জন করায় তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত বছর অস্ট্রেলিয়াতেও এই ধরনের কর্মসূচি পালিত হয়।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
নর্থ সাউথের শিক্ষার্থীর মৃত্যু, ধারণা হিটস্ট্রোক
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
X
Fresh