• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফিরে আসতে চায় আইএসে যোগ দেয়া ব্রিটিশ স্কুল শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০০

ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয়ার জন্য ২০১৫ সালে লন্ডন থেকে পালিয়ে যাওয়া তিন স্কুল শিক্ষার্থীর মধ্যে একজন ফেরত আসতে চাচ্ছে। সে বলছে, তার কোনও অনুশোচনা নেই। তবে সে যুক্তরাজ্যে ফিরতে চায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে শামীমা বেগম (১৯) নামের ওই শিক্ষার্থী জানায়, সে চোখের সামনে মানুষের শিরশ্ছেদ করতে দেখেছে। কিন্তু এতে তার মধ্যে কোনও ভয় কাজ করেনি।

সিরিয়ার একটি শরণার্থী শিবিরে টাইমসের সঙ্গে কথা বলে শামীমা। ব্রিটিশ এই স্কুল শিক্ষার্থী জানায়, সে এখন নয় মাসের গর্ভবতী। মূলত তার অনাগত সন্তানের জন্যই দেশে ফিরতে চায় সে। শামীমা জানায়, তার আরও দুই সন্তান ছিল কিন্তু মারা গেছে।

এদিকে তার সঙ্গে আইএসে যোগ দেয়া বাকি দুই স্কুল শিক্ষার্থী সম্পর্কে জানিয়েছে শামীমা। সে বলছে, তার এক বন্ধু বোমা হামলায় মারা গেছে এবং অন্য একজন কোথায় আছে তার জানা নেই।

প্রসঙ্গত, বেথনাল গ্রিন একাডেমির শিক্ষার্থী শামীমা বেগম, আমিরা অ্যাবেস এবং খাদিজা সুলতানা ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে আইএসে যোগ দিতে যুক্তরাজ্য ছাড়েন। তখন শামীমা ও আমিরার বয়স ১৫ এবং খাদিজার বয়স ছিল ১৬।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় মেয়াদে আইএসইউর উপাচার্য ড. আব্দুল আউয়াল
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
X
Fresh