• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হার্ট অ্যাটাকের পরও ৫০ যাত্রীর প্রাণরক্ষা চালকের

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৪
প্রতীকী ছবি

অসহ্য যন্ত্রণায় তখন ছিঁড়ে যাচ্ছে বুকের বাম দিকটা, আটকে আসছে দম। তবু মাথা সজাগ ছিল ৫১ বছরের বাস চালক সর্বেশ্বরণের। ওই বাসে তখন প্রায় ৫০ জন যাত্রী ছিল। আর সেই বাসের স্টিয়ারিং তিনিই ধরে আছেন, তা ভোলেননি চেন্নাইয়ের এই বাস চালক। তাই নেতিয়ে পড়ার আগে রাস্তার পাশে নিরাপদে আগে বাস দাঁড় করান তিনি।

এমটিসি-র বাস চালক চেন্নাইয়ের কোয়ামবেড়ু থেকে কাঞ্চিপুরম রুটের বাস চালক সর্বেশ্বরণের সকাল ৮টা ৩০ মিনিটের দিকে হার্ট অ্যাটাক হয়। সেই সময় ব্যস্ত রাস্তা দিয়ে বাস চালাচ্ছিলেন তিনি। প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও খেয়াল রাখেন যে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।

সেই অবস্থাতেও রাস্তার পাশে নির্দিষ্ট জায়গায় বাস থামান তিনি। কন্ডাক্টরকে ডেকে বলেন সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দিতে। সবাই নেমে গেলে কন্ডাক্টরের সাহায্যে হাসপাতালে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে ওই বাস চালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রশাসন। আর্থিকভাবে তাদের সাহায্যও করা হচ্ছে। কাজের অতিরিক্ত চাপের কারণে সর্বেশ্বরণের এভাবে মৃত্যু হলো কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুস্তাফিজের ২ উইকেটে জিতল চেন্নাই
ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে মোস্তাফিজ
আইপিএলের দ্বিতীয় ম্যাচে কেমন হবে মোস্তাফিজদের একাদশ
চেন্নাইয়ে ১২ বছর পর ফাইনাল, জানা গেল আইপিএলের শেষ অংশের সূচি
X
Fresh