• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গুয়াইদো ক্ষমতা দখলের চেষ্টা করছেন: ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র নেতা জুয়ান গুয়াইদোর নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়ার সিদ্ধান্তকে বাতিল করলেন দেশটির সুপ্রিম কোর্ট।

শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত একথা জানান বলে জানিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে বিচারক জুয়ান মেনদোজা বলেন, গুয়াইদোর সরকার দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং তিনি অন্যায়ভাবে প্রেসিডেন্টের ক্ষমতা দখলের চেষ্টা করছেন।

ইতোমধ্যে আদালত গুয়াইদোকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি এবং তার ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেছেন।

গত ১০ জানুয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের জন্য শপথ নেয়ার সময় থেকেই প্রতিবাদ শুরু হয়।

এরপর ২৩ জানুয়ারি বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তাকে যুক্তরাষ্ট্র এবং অনেক ইউরোপীয় ও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ সমর্থন দিলে উত্তেজনা আরও বাড়ে।

এদিকে রাশিয়া, চীন, ইরান, তুরস্ক, বলিভিয়া ও মেক্সিকো দাঁড়িয়েছে মাদুরোর পাশে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বারের দায়িত্ব নিচ্ছেন ব্যারিস্টার খোকন
যে কারণে হোয়াইট হাউসে বাইডেনের ইফতার আয়োজন বাতিল হলো
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি
X
Fresh